সাতক্ষীরা সংবাদদাতা
পি এন হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও এ প্লাস প্রাপ্তদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পিএন হাই স্কুলের হল রুমে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক আবু হাসান, রাজিব হোসেন। অভিভাবকের মধ্য থেকে বক্তব্য রাখেন, শেখ মইন হাসান ও হাফিজা খাতুন। প্রশেনজিৎ বন্দোপাধ্যায়ের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ সাইফুদ্দিন, রাবেয়া খাতুন, রোজিনা শিরিনা খাতুন, সাথি, সম্পা প্রমুখ। পরে এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।